অ্যাড আমাদের জিবনে খুবই সাধারন একটা বিষয় হয়ে দাড়িয়েছে । অনলাইন এ সব যায়গাতে শুধু অ্যাড আর অ্যাড । একটা ভিডিও দেখতে হলেও তার মধ্যে দেখতে হচ্ছে কয়েক সেকেন্ড এর অ্যাড মাঝে মধ্যেই । আপনাদের মনে প্রশ্ন যাগতে পারে কেন এত অ্যাড দেখতে হচ্ছে আমাদের?
একটা স্বাভাবিক ভাবে চিন্তা করুন তো আজ আপনি অনলাইন জগত-এ যে সুযোগ সুবিধা পাচ্ছে কয়েকবছর আগে কি সেই সুবিধাটা আপনি পেতেন ? পেতেন না । তখন এম্বি এর দাম ও ছিলো অনেক বেশি । এখন আপনি কত স্বল্প টাকার বিনিময়ে কত এম্বি পেয়ে যাচ্ছেন এর কারন কি? এর কারন হচ্ছে এখন আপনি যত বেশি অনলাইন এ থাকবনে কম্পানির ততো বেশি লাভ আর এই লাভটা আশে আপনি যে অ্যাড দেখেন তার থেকে ।

অ্যাড দেখলে কিভাবে ইনকাম হয়?

আপনি যখন কোন ওয়েবসাইট এ ভিজিট করেন, তখন আপনি বিভিন্ন কম্পানি, অর্গানাইজেশন, প্রোডাক্ট এর অ্যাড দেখে থাকেন । আর আপনি যে ওয়েবসাইট থেকে এই অ্যাড গুলো দেখছেন আসলে ওই ওয়েবসাইট এর মালিক তার সাইট এর উপরে কিছু ভার্চুয়াল যায়গা ভাড়া দেয় গুগলের কাছে গুগল সেই যায়গা গুলোতে বিভিন্ন অ্যাড শো করে, তার জন্য সেই অ্যাড এর মালিক টাকা দেয় গুগল কে আর গুগল আপনার যায়গার ভাড়া হিসেবে টাকা দেয় আপনাকে । এটা হচ্ছে সবছেয়ে সাধারন একটা ওয়ে । আরো বিভিন্ন ওয়ে আছে যেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব ।


আমাদের সাথে কানেক্ট থাকুন--

ফেসবুকঃফেসবুক পেজ
  • ই-মেইলঃG-mail

    • ইন্সটাগ্রামঃInstagram
    • আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ।
      ইউটিউবঃYouTube